মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, পবিত্র রমজান মাসে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রদান করেন। রমজান মাসে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস এবং খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রির কার্যক্রম চালানো হবে।
এক্ষেত্রে ঢাকা শহরের ২৫টি জায়গায় বিক্রয় কার্যক্রম শুরু হবে, যা ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় দক্ষিণ বারিধারায় উদ্বোধন করা হবে। বিক্রি করা হবে ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি ২৫০ টাকা), পাস্তুরিত দুধ (প্রতি লিটার ৮০ টাকা), ডিম (প্রতি ডজন ১১৪ টাকা) এবং গরুর মাংস (প্রতি কেজি ৬৫০ টাকা)। বিক্রির জন্য ৬০ হাজার ডিম, ৬ হাজার লিটার দুধ, ২ হাজার কেজি ড্রেসড ব্রয়লার মাংস এবং ২-২.৫ হাজার কেজি গরুর মাংস নির্ধারিত হয়েছে।
এছাড়া, রাজধানীর ২৫টি স্থানে এ কার্যক্রম পরিচালনা হবে, যেখানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল এমন স্থানগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২৫টি স্থানের মধ্যে সচিবালয়ের পাশে, খামারবাড়ি, ষাটফুট রোড, আজিমপুর, বনশ্রী, হাজারীবাগ, আরামবাগ, মোহাম্মদপুর, কালশী, যাত্রাবাড়ী, শাহজাদপুর, কড়াইল বস্তি, বনানী, কামরাঙ্গীর চর, খিলগাঁওসহ আরও অনেক স্থান রয়েছে।